Friday, August 22, 2014

বাংলা কবিতা ।। গদি-কাহিনী ।।

গদি-কাহিনী ||


খিলখিল্লির মুল্লুকে আজ থাকত দু'খানা রাজগদি,
একখানা নিত কেজরিওয়ালা, আরেকখানায় ওই মোদী ।
তারপর এমন লাগত দুটোয়, তুই রাজা, না কি মুই রাজা !
দেশটা আমিই করব শাসন, তুই হোথা বসে ঢোল বাজা ।
সব ব্যাটাকেই হাড়ে হাড়ে চিনি, সবগুলো সেম, করাপ্টেড,
সব থানাতেই ঝুলছে তোদের নাম, নিচে লেখা 'ওয়ান্টেড' ।

আরে যা যা, আর তুই কিরে ব্যাটা, সর্বদা ভয়ে ভয়ে থাকিস,
কে কবে কোথায় চড় মেরে বসে, তাই মাফলারে মুখ ঢাকিস -
আমি পালোয়ান, গায়ে আলোয়ান, স্বামীজি শিষ্য, চায়-ওলা,
ঝোল ধরে তুই রাহুলের কাছা, তখতে বসবে এই পোলা ।
তারপরে জোর ধাঁই-ধপাধপ, আঁচড়কামড়, গালি-গালাজ-
শেষে দেখি দুটো গদি আছে পড়ে, নেই একটাও রাজাধিরাজ !
১৪ই মে, ২০১৪ ।

No comments:

Post a Comment