গুরু
- কে, নরেন? এসেছিস? আয় বস ।
- আমি নরেন নই, খগেন । গুরুর কি চোখে ছানি পড়েছে?
- ওরে, নরেন যা, খগেন ও তাই । সব মায়া ।...
- আমি তোমার মায়া ভাঙতে এসেছি । শা... হা... বা... আমার টাকা ফেরত দাও । বলেছিলে ২০১২ তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে । কি হল ঘোড়ার ডিম ! মাঝখান থেকে আমার রোজগারের জমান টাকা জোয়ানের আরক না কি বানাবার জন্যে হাতিয়ে নিলে ।
- আহা ওটা জোয়ানের আরক নয়, নোয়ার আর্ক । গালাগাল দিস নে, তার জোরেই তো তোরা বেঁচে গেলি এযাত্রা । তোর পয়সা বৃথা খরচ হয় নি ।
- তার মানে বলতে চাও পৃথিবী সত্যি ধ্বংস হয়েছে ? আমরা কি তবে ভূত !
- ওরে, ধ্বংস টা তো symbolic । একটা যে মন্বন্তর ঘটে গেছে তা টের পাচ্ছিস নে ? বলি পরিবর্তন চোখে পড়ছে না?
- কিসের পরিবর্তন? দিদি তো আগেই এসে গেছে । রেপ আর স্ক্যাম কি আগে হতনা, না আনাজের দাম আগে কখনও বাড়েনি ? ওসবে ভুলছি না গুরু, ভালয় ভালয় টাকা ফেরৎ দাও । আমি আজ খালি হাত যাব না ।
- হায়রে দুনিয়া, সংসারত্যাগী সন্ন্যাসী শিষ্যের টাকা মেরে নিচ্ছে, আর কাল পর্যন্ত পাদোদক খাওয়া শিষ্য তার প্রণম্য গুরুদেবকে শা- হা- বা- ইত্যাদি গালাগালে সম্বোধন করছে, এসবের পরেও কি বলতে হবে পৃথিবী একইরকম আছে !
- কে, নরেন? এসেছিস? আয় বস ।
- আমি নরেন নই, খগেন । গুরুর কি চোখে ছানি পড়েছে?
- ওরে, নরেন যা, খগেন ও তাই । সব মায়া ।...
- আমি তোমার মায়া ভাঙতে এসেছি । শা... হা... বা... আমার টাকা ফেরত দাও । বলেছিলে ২০১২ তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে । কি হল ঘোড়ার ডিম ! মাঝখান থেকে আমার রোজগারের জমান টাকা জোয়ানের আরক না কি বানাবার জন্যে হাতিয়ে নিলে ।
- আহা ওটা জোয়ানের আরক নয়, নোয়ার আর্ক । গালাগাল দিস নে, তার জোরেই তো তোরা বেঁচে গেলি এযাত্রা । তোর পয়সা বৃথা খরচ হয় নি ।
- তার মানে বলতে চাও পৃথিবী সত্যি ধ্বংস হয়েছে ? আমরা কি তবে ভূত !
- ওরে, ধ্বংস টা তো symbolic । একটা যে মন্বন্তর ঘটে গেছে তা টের পাচ্ছিস নে ? বলি পরিবর্তন চোখে পড়ছে না?
- কিসের পরিবর্তন? দিদি তো আগেই এসে গেছে । রেপ আর স্ক্যাম কি আগে হতনা, না আনাজের দাম আগে কখনও বাড়েনি ? ওসবে ভুলছি না গুরু, ভালয় ভালয় টাকা ফেরৎ দাও । আমি আজ খালি হাত যাব না ।
- হায়রে দুনিয়া, সংসারত্যাগী সন্ন্যাসী শিষ্যের টাকা মেরে নিচ্ছে, আর কাল পর্যন্ত পাদোদক খাওয়া শিষ্য তার প্রণম্য গুরুদেবকে শা- হা- বা- ইত্যাদি গালাগালে সম্বোধন করছে, এসবের পরেও কি বলতে হবে পৃথিবী একইরকম আছে !
No comments:
Post a Comment