Tuesday, August 27, 2019

বাংলা কবিতা- ন্যাড়ার গান

ন্যাড়ার গান।।

আজ আমাকে গাইতে তোমরা বোলো না।
সত্যি বলছি আজকে আমার গলাই তেমন খুলবে না।
আজকে দেখি জগৎসভায়, হোমরা-চোমরা এল সবাই
কে যে করে কাদের বিচার কেউ তাকিয়ে দেখছে না,
কাল যে ছিল আমার চেনা, আজ তারা কেউ চিনছে না!
লুট না কোতল, রেপ নাকি খুন, কেই বা রাখে খবর তার
নক্রভায়ার বক্র মেজাজ, চক্ষে ছোটে অশ্রুধার।
আজব দেশের বিচারশালায় আইন-দেবী হন কানা
হুতোমপ্যাঁচা হাকিম সেথায় আলোয় তিনি দেখেননা

ন্যাড়া ছিল বেলতলাতে, আপন মনে গাইছে গান
নেই সে কোনও সাতে-পাঁচে, তাও বলে তায় পাকড়ে আন।
কার হল জেল, কার যে ফাঁসি, কেউ ত মাথা ঘামায় না,
যাদের চক্রে ভূত-ভগবান, কেউ ত তাদের থামায় না!
আজব দেশের বিচার সভায় চাও যদি ভাই রাখতে প্রাণ,
গাইছে রাজা হুক্কা হুয়া, তার সুরেতে মেলাও তান।

No comments:

Post a Comment